বিনোদন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী তৗেসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিনকে দেখা যাবে দুটি ভিন্ন চরিত্রে । একটি বেসকারী টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত একক নাটকে জুটিবদ্ধ হয়েছেন তারা । নাট্য নির্মাতা আলমগীর রুমানের গল্পে তৌসিফ ও ফারিনকে দেখা যাবে এই দুটি চরিত্রে। নাটকটির নাম দেওয়া হয়েছে ”তিনশ টাকার প্রেম একশ টাকা”। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটির চিত্র নাট্য করেছেন মুনতাহার বৃত্তা।
অভাব অনটন ও রোমান্টিকতার ছাড়াও নাটকটিতে দশৃকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে জানিয়েছেন নাট্য নির্মাতা।
ভিন্নধর্মী নাটকে একজন হকার চরিত্রে তৌসিফ ও ফারিনকে দেখা যাবে চায়ের দোকানি হিসেবে। দুজনের পরিচয়,প্রেম। প্রেম নির্ভর নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মাহবুবুর রহমান ও জয়রাজ। নাটকটির প্রযোজনা করেছেন এন আর মিডিয়া।
সিএনএ নিউজ/নাহা