বাউফল প্রতিনিধিঃ দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক ও বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বাচ্চুর পিতা সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান (৭০) শনিবার সকাল পৌনে ১১টায় পৌরশহরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইল্লাইহির রাজিউন….)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। শনিবার দুপুর ২.৩০ টায় বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১ম জানাজা ও পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের নিজ গ্রামে বিকাল ৫ টায় ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

বাউফলে সাংবাদিক বাচ্চুর পিতার ইন্তেকাল
আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২১