এম.এ.সালাম রানা, নরসিংদী : সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব – এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদী তে বিশ্ব এইডস দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় সিভিল সার্জন এর কার্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদির অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক কমল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশিক সুজন মামুন ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী । ১ ডিসেম্বর, মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা তথ্য অফিসার নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সেলিনা আক্তার প্রমুখ। বিশ্ব এইডস দিবসের মূল প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড: মোস্তফা কামাল উদ্দিন খান কন্সালটেন্ট, মেডিসিন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ আমিরুল হক শামীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, নারিনেত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেত্রীবৃন্দ বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে অংশ নেয়।
সিএনএ নিউজ/নাহা