বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ দেশে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌরবাসীকে বাধ্যতামূলক স্বাস্থ্য বিধি মেনে বাহিরে চলাফেরা ও মসজিদে নামাজ আদায়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাউফল পৌরসভার মেয়ের ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক জুয়েল। আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে বিধায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে বের হলে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার করতে হবে। সোমবার পেীরসভার বিভিন্ন ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে জনগনকে ওই অনুরোধ করা হয়। এর আগে গত শুক্রবার পৌরসভার প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের কাছে মেয়র জিয়াউল হক জুয়েল এর স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে মুসল্লিদেরকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়।
সিএনএ নিউজ/নাহা