রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে ৭৫০ জেলে পরিবারের মাঝে ১ হাজার ৫শ মেট্রিকটন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় রৌমারীতে মা ইলিশ নিধন বন্ধে দুস্থ্য জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
অসহায় জেলেরা ভিজিএফের ২০ কেজি করে চাল পেয়ে অনেকটা স্বস্থি বোধ করছে। এব্যাপারে রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর বলেন ,মা ইলিশ প্রজননের সময় নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এই সময়টি মা ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। তাই এই সময়ের মধ্যে মা ইলিশ ধরা সরকারী ভাবে দন্ডনীয় অপরাধ। তবে দরিদ্র মৎস্য আহরণ কারীদের খাদ্য সহায়তা হিসেবে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যথাক্রমে দাঁতভাঙ্গায় ১.২০০মেঃটন, শৌলমারীতে ১.৩০০ মেঃটন, বন্দবেড়ে ৭.৪০০মেঃটন, রৌমারীতে ৩.১০০ মেঃটন, যাদুরচর ১.০০০মেঃটন,ও চরশৌলমারীতে ১.০০০ মেঃটন ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়।

রৌমারীতে জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরন
আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২০