সি এন এ নিউজ,
:পটুয়াখালীর বাউফলে সংগীত গুরুর মেয়েকে (১৪) শ্লীলতাহানির চেষ্টার অপরাধে শিষ্য মো. ইমরান (১৮) নামে এক বখাটেকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিজুষ চন্দ্র দে এই রায় দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংগীতের প্রতি প্রচুর প্রেম ইমরানের৷ তাই নিজের উপজেলা ছেড়ে বাউফলে ওই গুরুজির কাছে গানের তালিম নেয়া শুরু করে সে। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সে তালিম নিতে আসে গুরুজির বাড়ি। এ সময় তিনি (গুরুজি) বাড়ি না থাকার সুযোগে পানি পানের অজুহাতে তার কিশোরী (১৪) মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ইমরান৷ কিন্তু ওই কিশোরীর উপস্থিত বুদ্ধির কাছে পরাস্ত হয়ে স্থানীয়দের হাতে পিটুনি খায় সে৷
ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিজুষ চন্দ্র দে বলেন, একটি মেয়ের শ্লীলতাহানির চেষ্টার অপরাধে মো. ইমরান (১৮) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে৷
এদিকে ইউএনওর এমন পদক্ষেপ এলাকার সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।