মোঃ হুমায়ুন কবির,সি এন এ নিউজ,বাউফল:পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কে পৃথক ভাবে গ্রেফতার করা হয়। পটুয়াখালী র্যাব-৮ এর ডিএডি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ভুবনসাহা নামক এলাকা থেকে নাসির গাজী নামক এক ব্যাক্তিকে এক কেজি গাজা ও নগদ বার হাজার টাকা সহ শনিবার ভোর রাতে গ্রেফতার করে বাউফল থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বাউফল থানা পুলিশ রবিবার সকাল ১১টায় দাশপাড়া ইউপির সোনাবরু হাট থেকে বশির হোসেন সাদেক ওরফে দেবা কে ২৫০ গ্রাম গাজা ও ৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী জানান, ধৃত দুইজনই বাউফলের শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাউফলে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী আটক
আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০১৭