কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এতিম ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ঈদ আনন্দ ভাগাভাগি করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি এ্যাড.ফজলুল হকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পল্লী উন্নয়ন কর্মকতা আব্দুস সাত্তার, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, পি আই ও অফিসার মোঃ সারোয়ার হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ডি এম এরশাদুল আলম,সহ মানবাধিকারের নেতৃবৃন্দ ও প্রমুখ।

কালিয়াকৈরে প্রতিবন্ধীদের মাঝে ও ঈদ আনন্দ বিরাজ করছে
আপডেটঃ ৬:২৬ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২