সি এন এ নিউজ,টঙ্গী(গাজীপুর): টঙ্গীর গাজীপুরা সাতাইস শালিক চুুড়া এলাকা থেকে ১৫শ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করেন টঙ্গী থানা পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এএসআই) আব্দুল হামিদ।
পুলিশ সূত্রে জানা যায়,গভীর রাতে ঐ এলাকায় মাদক বিক্রির সময় মিরাজ মিয়া(২৭) নামে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মেরাজ দির্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আটককৃত মেরাজ মাদারীপুর জেলার সংকদি গ্রামের মৃত.আব্দুস সাত্তারের ছেলে।পরে তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।